| বঙ্গাব্দ
ad728
ad728

আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে কুষ্টিয়ায় জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 14-07-2025 ইং
  • 25719 বার পঠিত
আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে কুষ্টিয়ায় জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ছবির ক্যাপশন: আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে কুষ্টিয়ায় জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কুষ্টিয়া প্রতিনিধি: মোঃ মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ায় সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুষ্টিয়া জেলা ছাত্রদল। সোমবার (১৪ জুলাই) দুপুরে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে কুষ্টিয়া জেলা ছাত্রদল ছাড়াও কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট, ইসলামিয়া কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ’ ছাত্রদল নেতাকর্মী অংশ নেন। মিছিলে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি, সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত, কুষ্টিয়া ইসলামিয়া কলেজ ছাত্রদলের আহ্বায়ক সজল ইসলাম, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহ্বায়ক আব্দুর কাদেরসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, “সারাদেশে খুন, গুম, ধর্ষণ ও বিচারবহির্ভূত কর্মকাণ্ডের মাধ্যমে সরকার দেশে অরাজকতা সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এই পরিস্থিতিতে দেশের শিক্ষার্থী ও যুব সমাজ চরম উদ্বিগ্ন।” তাঁরা অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। সমাবেশ শেষে নেতারা জানান, দাবি বাস্তবায়ন না হলে ছাত্রদল আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।



ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম