কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ার হাসিব ড্রীম স্কুল কলেজের ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কিয়াম ছিরাতুন্নেছা মেমোরিয়াল ট্রাস্ট পরিচালিত এ প্রতিষ্ঠানের অডিটোরিয়াম প্রাঙ্গণে শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১টায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরবি গ্রুপের মাননীয় চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব মোঃ ইউনুছ আলী। সভাপতিত্ব করেন হাসিব ড্রীম স্কুল কলেজের অধ্যক্ষ ড. মেজর মোঃ নূরুল আমিন হেলাল (অব.)। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান হাসিব ড্রিম স্কুল কলেজের নিয়মিত শিক্ষার্থীরা। প্রধান অতিথি বিআরবি গ্রুপের মাননীয় চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মজিবর রহমান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা হলো মানবজীবনের শ্রেষ্ঠ সম্পদ। একজন শিক্ষিত মানুষ শুধু নিজের জীবনকেই আলোকিত করে না, বরং সমাজ ও দেশকেও উন্নতির পথে এগিয়ে নিয়ে যায়। তোমাদের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হবে জ্ঞান অর্জনের জন্য। সততা, নৈতিকতা এবং পরিশ্রমকে জীবনের মূলমন্ত্র হিসেবে গ্রহণ করো। শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও অভিভাবকদের প্রতি আনুগত্য রেখে এগিয়ে গেলে জীবনে সফলতা আসবেই। হাসিব ড্রীম স্কুল কলেজের অধ্যক্ষ ড. মেজর মোঃ নূরুল আমিন হেলাল (অব.) শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষার মূল উদ্দেশ্য কেবল পরীক্ষায় ভালো ফল অর্জন নয়, বরং একজন সৎ, নৈতিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলা। শিক্ষকরা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পাঠদান করবেন, শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং অভিভাবকরা তাদের সন্তানদের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি করবেন—এই সমন্বয়েই গড়ে উঠবে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব মোঃ ইউনুছ আলী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "শুধুমাত্র জিপিএ-৫ অর্জন করলেই চলবে না, নৈতিক জ্ঞানের অধিকারী হতে হবে। পিতা-মাতা ও শিক্ষকদের সম্মান করতে হবে। জীবনে ভালো মানুষ এবং আদর্শ নাগরিক হতে হলে পড়ালেখার কোনো বিকল্প নেই।"সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। বক্তারা বলেন, শিক্ষা জীবনের এই সাফল্য ভবিষ্যতের বৃহত্তর স্বপ্ন পূরণের পথে প্রথম ধাপ। কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার মাধ্যমে শিক্ষার্থীরা আরও উচ্চতায় পৌঁছাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |