কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।র্যাব সূত্রে জানা যায়, প্রতিষ্ঠার পর থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন অপরাধী চক্রকে আইনের আওতায় আনতে র্যাব নিরলসভাবে কাজ করে আসছে। জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন ও অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেপ্তারে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, পিপিএম-এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল বৃহস্পতিবার (৮ আগস্ট) মধ্যরাতে কুষ্টিয়া সদর থানাধীন বিআইটিসি বাজারস্থ বিআইটিসি মোড় থেকে প্রায় ২৫০ মিটার দক্ষিণে জিকে ক্যানালের পাশের ঝোপে অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।উদ্ধারকৃত অস্ত্র ও গুলি প্রাথমিক অনুসন্ধান শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |