| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রমৈবিতে আলোচনা ও দোয়া মাহফিল

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 05-08-2025 ইং
  • 16778 বার পঠিত
কুষ্টিয়ায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রমৈবিতে আলোচনা ও দোয়া মাহফিল
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রমৈবিতে আলোচনা ও দোয়া মাহফিল

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মনজুরুল ইসলাম

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা, স্মৃতিচারণ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে কুষ্টিয়ার রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় (রমৈবি)। মঙ্গলবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শাহজাহান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক অ্যাডভাইজর অধ্যাপক ড. আ ন ম রেজাউল করিম এবং সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম হাসিবুর রশিদ তামিম। শিক্ষক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন ইইই বিভাগের প্রভাষক ও সহকারী প্রক্টর মো. নুরুল ইসলাম।

অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা স্মৃতিচারণ করেন। স্মৃতিচারণ করেন বাংলা বিভাগের মো. নিশান আলী, সিএসই বিভাগের দেলোয়ার জাহান, ইইই বিভাগের সাব্বির, ইংরেজি বিভাগের খালিদ মাহমুদ, কৃষি বিভাগের এম এ জে হাসনাত তুর্য এবং ব্যবসায় প্রশাসন বিভাগের নাইমুর রহমান।

আলোচনা সভার প্রারম্ভে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন নাইমুর রহমান এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন সংগীত বিভাগের শিক্ষার্থী মনিকা বোস। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি বিভাগের প্রভাষক হাসিবুল হাসান।

আলোচনার পর অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। দোয়া পরিচালনা করেন ইইই বিভাগের প্রভাষক ও সহকারী প্রক্টর মো. নুরুল ইসলাম।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতায় ছিল বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউটস সদস্যরা ও প্রশাসন। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ও জাতীয় গণমাধ্যমকর্মীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস. এম. হাসিবুর রশিদ তামিম শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, "বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যেকোনো বিষয়ে আমি শিক্ষক ও শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি। কখনো অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সাহসিকতার সঙ্গে। প্রয়োজন হলে দেশ ও মাতৃকার জন্য জীবন পর্যন্ত উৎসর্গ করতে হবে।"

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শাহজাহান আলী বলেন,

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। তিনি স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের অধীনে চলমান নানা ধরনের অন্যায়, অবিচার ও দমন-পীড়নের প্রসঙ্গ উল্লেখ করেন। উপাচার্য বলেন, "গণতন্ত্র হরণ, মৌলিক অধিকার খর্ব, বিরোধী মত দমন এবং দুর্নীতির বিস্তার আজকের বাস্তবতা। এই পরিস্থিতিতে তরুণ প্রজন্মকে সজাগ ও সচেতন হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখতে হবে।"

সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস. এম. আবদুল লতিফ শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "নতুন প্রজন্ম যদি সঠিক লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করে এগিয়ে যায়, তাহলে তাদের কাঙ্ক্ষিত সফলতা অর্জন নিশ্চিত। একাগ্রতা, নিষ্ঠা ও সততা নিয়ে এগিয়ে চললেই ভবিষ্যত উজ্জ্বল হবে।"

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম