| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 29-07-2025 ইং
  • 21980 বার পঠিত
কুষ্টিয়ায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি: মোঃ মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ায় “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (SEIP)” এর আওতায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫ খ্রিঃ) সকাল ১১টা ৩০ মিনিটে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব মোঃ ইউনুছ আলী এবং কুষ্টিয়া সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আহমেদ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ জামান। অনুষ্ঠানে কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফলে ও প্রশাসনিক কার্যক্রমে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রতিষ্ঠানসমূহকে পারফরমেন্স বেজড অনুদান প্রদান করা হয়। অতিথিরা তাঁদের বক্তব্যে শিক্ষার মানোন্নয়নে নিরলস প্রচেষ্টার জন্য শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। আয়োজনে ছিল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, কুষ্টিয়া সদর এবং জেলা শিক্ষা অফিস, কুষ্টিয়া।অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরাসহ ইলেকট্রিক ও প্রিন্ট  মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান শিক্ষক ও কৃতিশিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "আপনারা আমাদের সমাজের ভবিষ্যৎ নির্মাতা। শিক্ষকগণ নিঃস্বার্থভাবে জ্ঞান বিতরণ করে আগামী প্রজন্মকে গড়ে তুলছেন, যা জাতি গঠনে এক অমূল্য অবদান। আর তোমরা যারা কৃতিত্ব অর্জন করেছো, তোমাদের সাফল্য শুধু তোমাদের একার না—এটি তোমার পরিবার, প্রতিষ্ঠান এবং পুরো জেলার গর্ব। এই অর্জন ধরে রাখতে হবে সততা, অধ্যবসায় এবং নৈতিক মূল্যবোধের মাধ্যমে। আগামী দিনে তোমরাই হবে নেতৃত্বে, তোমরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে। শিক্ষা অর্জনের পাশাপাশি একজন ভালো মানুষ হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রেখো, জ্ঞান তখনই পূর্ণতা পায়, যখন তা মানুষের কল্যাণে ব্যবহৃত হয়।” কুষ্টিয়া সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ জামান উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, “আজকের এই আয়োজনের মাধ্যমে আমাদের নতুন প্রজন্মের প্রতিভা ও সাফল্যকে সম্মানিত করা হয়েছে, যা নিঃসন্দেহে একটি উৎসাহব্যঞ্জক উদ্যোগ। শিক্ষার্থীদের শুধু বইয়ের জ্ঞানই নয়, নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনায় গড়ে তুলতে হবে। আমি বিশ্বাস করি, শিক্ষক-অভিভাবক-প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি আলোকিত সমাজ গড়ে তুলতে পারব। কুষ্টিয়া সদর উপজেলা সবসময় শিক্ষার উন্নয়ন, সামাজিক মূল্যবোধ ও মানবিক বাংলাদেশ গড়ার পক্ষে কাজ করে যাবে।”

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম