| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়াবাসীর আস্থার প্রতীক কাজল মাজমাদার

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 18-08-2025 ইং
  • 12321 বার পঠিত
কুষ্টিয়াবাসীর আস্থার প্রতীক কাজল মাজমাদার
ছবির ক্যাপশন: কুষ্টিয়াবাসীর আস্থার প্রতীক কাজল মাজমাদার

কুষ্টিয়া প্রতিনিধি মোঃ মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ার রাজনীতিতে এক অনন্য নাম কাজল মাজমাদার। মানুষের ভালোবাসা, আস্থা ও বিশ্বাসের প্রতীক এই নেতাকে নিয়ে কুষ্টিয়াবাসীর স্বপ্ন যেন প্রতিনিয়ত নতুন আঙ্গিকে রূপ নিচ্ছে। রাজনীতিকে তিনি কখনো ক্ষমতার সিঁড়ি হিসেবে দেখেননি। বরং রাজনীতি তার কাছে মানুষের দুঃখ-কষ্ট লাঘব করার দায়িত্ব। তাইতো বহু নিপীড়িত ও অত্যাচারিত মানুষের পাশে তিনি থেকেছেন ছাদের মতো ছায়া দিয়ে। তার মানবিকতা ও ভালোবাসায় জনমানসে তৈরি হয়েছে এক অভাবনীয় স্রোত। মসজিদ-মাদ্রাসা, ঈদগাহ, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা সেবামূলক সংগঠন—যেখানেই মানুষের কল্যাণের প্রয়োজন হয়েছে, সেখানেই ছুটে গেছেন তিনি। এমনকি বাজার বা মার্কেটের কোনো সাধারণ মানুষের সমস্যাতেও এগিয়ে আসেন কাজল মাজমাদার। এজন্যই কুষ্টিয়ার মানুষ তাকে ডাকে অকুতভয়ী ও ত্যাগী নেতা হিসেবে। আওয়ামী লীগের দোসরা ক্ষমতায় থাকার সময়ও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্দোলন-সংগ্রামে কুষ্টিয়ায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। ব্যক্তিগত ব্যবসায়িক সাফল্যের শীর্ষে থেকেও তিনি কখনো ভুলে যাননি মাটি, মানুষের হাসি-কান্না, আশা-অভিমান। কাজল মাজমাদারের কাছে নেতৃত্ব মানে প্রতিশ্রুতি রক্ষা, মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা। তিনি বিশ্বাস করেন—নেতার আসল শক্তি আসে পদবি থেকে নয়, জনগণের ভালোবাসা থেকে। কুষ্টিয়াবাসী আজ তাকে দেখেই নতুন স্বপ্ন দেখে, আর তিনি সেই স্বপ্ন দেখান উন্নয়নের, ন্যায়ের, এবং সাহসী নেতৃত্বের। তাই আগামী নির্বাচনে যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় দেখতে চায় কুষ্টিয়ার মানুষ। আর সেই স্বপ্নের নাম— কাজল মাজমাদার।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম