কুষ্টিয়া প্রতিনিধি : মোঃ মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পদ্মার চরে হৃদয় হোসেন (১৫) নামে এক কিশোর ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর বাঁধ এলাকার চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হৃদয় কুমারখালীর এলোঙ্গি গ্রামের ইউনুস আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার বিকেলে হৃদয় ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। তবে রাতে আর সে বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা রাতভর খোঁজাখুঁজি করলেও তার কোনো খোঁজ মেলেনি। সোমবার সকালে স্থানীয়রা পদ্মার চরে গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে নিহতের স্বজনরা মরদেহ শনাক্ত করেন। হৃদয়ের বাবা ইউনুস আলীর অভিযোগ, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে।কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, “অভাবগ্রস্ত সংসারের খরচ চালাতে কিশোর হৃদয় অল্প বয়সেই ভ্যান চালাতো। দুর্বৃত্তরা মূলত ভ্যান ছিনতাই করতেই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”তিনি আরও জানান, ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে আটকরা ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্যে নিহতের ভ্যানটিও উদ্ধার করা হয়েছে। কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |