| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 09-08-2025 ইং
  • 16038 বার পঠিত
কুষ্টিয়ায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়া জেলা প্রশাসন ও বিভাগীয় বন বিভাগের উদ্যোগে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলমান এই মেলায় বিভিন্ন প্রজাতির চারা পাওয়া যাচ্ছে। বেশি করে গাছ লাগানো ও সেগুলোর পরিচর্যার অভ্যাস গড়ে তুলতে হবে। গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে, কিন্তু একটি গাছ বড় হতে অনেক সময় লাগে, অথচ কাটতে সময় লাগে খুবই অল্প। তাই পরিকল্পনা ছাড়া গাছ কাটা থেকে বিরত থাকতে হবে এবং একটি গাছ কাটলে পরিবর্তে একাধিক গাছ রোপণ করতে হবে। প্রতিটি ধর্মেই গাছ লাগানোর গুরুত্ব রয়েছে। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি। সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল আলমের তত্ত্বাবধানে মেলাটি সুষ্ঠুভাবে চলমান রয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে জনসাধারণকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল আলম। তিনি বলেন, “বেশি করে গাছ লাগান, পরিবেশ বাঁচান”—এটি শুধু একটি স্লোগান নয়, বরং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য দায়িত্ব ও কর্তব্য। রেজাউল আলম আরও বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমাতে গাছের কোনো বিকল্প নেই। তাই প্রত্যেক নাগরিকের উচিত বর্ষা মৌসুমে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যার দায়িত্ব নেওয়া। তিনি সবাইকে আহ্বান জানান, নিজের বাড়ির আঙিনা, রাস্তার ধারে ও পতিত জমিতে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগিয়ে দেশকে সবুজ করে তুলতে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম