| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ার দূর্বাচারা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 13-08-2025 ইং
  • 16713 বার পঠিত
কুষ্টিয়ার দূর্বাচারা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: কুষ্টিয়ার দূর্বাচারা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়া সদর উপজেলার ঐতিহ্যবাহী দূর্বাচারা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সুধীজনদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালাউদ্দিন, কার্যনির্বাহী পরিষদের সভাপতি দূর্বাচারা মাধ্যমিক বিদ্যালয় ও অধ্যক্ষ আদর্শ মহাবিদ্যালয় কুষ্টিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রাশিদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক দূর্বাচারা মাধ্যমিক বিদ্যালয়; মো. ইমতিয়াজ সুলতান, ব্যবস্থাপনা পরিচালক রেসিডেন্সিয়াল মডেল স্কুল কুষ্টিয়া ও সিনিয়র ইন্সপেক্টর কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট; আব্দুর রউফ, প্রধান শিক্ষক শ্যামপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়; ডা. আব্দুল্লাহ আল মামুন তুষার, সিনিয়র চিকিৎসক ইসলামী বিশ্ববিদ্যালয়; এবং আব্দুল আলীম, সাবেক প্রধান শিক্ষক হাউজিং এস্টেট মাধ্যমিক বিদ্যালয়। সভায় সভাপতিত্ব করেন দূর্বাচারা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে দশম শ্রেণির ১৫৭ জন শিক্ষার্থীর উপস্থিতি, পাঠদানের অগ্রগতি ও আচরণ সম্পর্কিত বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর সংখ্যা ২৬ জন বলে জানানো হয়। প্রধান অতিথি অধ্যক্ষ সালাউদ্দিন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের উদ্দেশ্যে বলে শিক্ষা শুধু বইয়ের জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং চরিত্র গঠন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমেও একজন শিক্ষার্থীকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হয়। শিক্ষকরা যেন আন্তরিকতা ও নিষ্ঠার সাথে পাঠদান করেন, শিক্ষার্থীরা যেন মনোযোগ দিয়ে পড়াশোনা করে এবং অভিভাবকরা যেন সন্তানের শিক্ষা ও শৃঙ্খলা রক্ষায় বিদ্যালয়ের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকেন—এটাই আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত। প্রধান শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেশের ভবিষ্যৎ। নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিকতা বজায় রেখে নিজেকে গড়ে তুলতে হবে। আর প্রিয় অভিভাবকগণ, আপনারা সন্তানদের পড়াশোনায় আগ্রহী করে তুলবেন, তাদের সঠিক পথে চলতে উদ্বুদ্ধ করবেন। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের একযোগে প্রচেষ্টায় আমাদের বিদ্যালয় আরও ভালো ফলাফল অর্জন করবে—এই আমার প্রত্যাশা। মো. ইমতিয়াজ সুলতান বলেন, “এই স্কুলের ধুলাবালি এখনো আমার গায়ে লেগে আছে, তাই এই শিক্ষাপ্রতিষ্ঠানের কথা কখনোই ভুলতে পারি না। এই স্কুলের অনেক শিক্ষার্থী আজ দেশের নানা গুরুত্বপূর্ণ স্থানে কর্মরত। তাই আমি চাইবো, শিক্ষক ও অভিভাবকের সমন্বয়ে প্রতিবছর এই স্কুলে যেন ভালো ফলাফল হয়। এজন্য সবাইকে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। অতিথিরা শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করার আহ্বান জানান। তারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরা শিক্ষার মান উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগকে স্বাগত জানান। শেষাংশে শিক্ষার্থীদের সাফল্য কামনা করে দোয়া মোনাজাতের মাধ্যমে সমাবেশ সমাপ্ত হয়।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম