সাজ্জাদ আহম্মেদ খোকসা(কুষ্টিয়া)প্রতিনিধি:
কুষ্টিয়ার খোকসা থানা পুলিশ বিশেষ অভিযানে চুরিসহ পরোয়ানাভুক্ত একাধিক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৮আগস্ট) দিবাগত রাত ১২ টা ৪৫ মিনিটে খোকসা থানাধীন মোড়াগাছা এলাকায় অভিযান চালিয়ে থানা পুলিশ চুরি সংক্রান্ত মামলায় দুই আসামিকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, কুষ্টিয়া জেলার মিরপুর থানা এলাকার চিথলিয়া গ্রামের মোঃ রবিউল ইসলামের ছেলে মোঃ নাজমুল হোসেন (২২) আরেক ব্যাক্তি হলেন একই থানা এলাকার চক ধুবইল গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে মোঃ বাবুল আলী (৪৫) অপরদিকে, একই তারিখে খোকসা থানা পুলিশ ওয়ারেন্ট ভুক্ত আসামিদেরকে গ্রেফতার করা হয়। তারা হলেন, খোকসা শোমসপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোঃ ফয়সাল হোসেন (১৮)। শোমসপুর গ্রামের আশরাফ আলী বিশ্বাসের ছেলে মোঃ আবির হোসেন দৃশ্য, শোমসপুর গ্রামের মোঃ আসাদ মুন্সির ছেলে মোঃ আমান মুন্সি আমান (১৩), জানিপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মোঃ মনোয়ার হোসেন, সাতপাখিয়া গ্রামের মোঃ আনছার শেখের ছেলে মোঃ সাইদুর শেখ, মাসুলিয়া গ্রামের মোঃ আদম আলীর ছেলে মোঃ আশাদুল। সকলেই থানা-খোকসা, জেলা-কুষ্টিয়ার অন্তর্ভুক্ত। খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন, এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে নিয়মিত এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |