মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর জেলার গর্ব, কৃতী শিক্ষার্থী সাজনিন হাসান রাত্রি, পিতা হিরক খান, যুক্তরাজ্যের স্বনামধন্য University of Portsmouth থেকে মাস্টার্স অব ল’স (LL.M) ডিগ্রি অর্জন করেছেন। এই কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য তাঁকে এবং তাঁর পরিবারকে স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক এবং শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। সাজনিন হাসান রাত্রির এই শিক্ষাগত সফলতা শুধু তাঁর পরিবারের জন্যই নয়, বরং গোটা মেহেরপুর জেলার জন্য এক গর্বের বিষয়। তিনি শিক্ষাজীবনে বরাবরই মেধা, অধ্যবসায় ও মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আসছেন। স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী, শিক্ষক, সমাজসেবক এবং আত্মীয়-স্বজন উপস্থিত থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর ভবিষ্যৎ পথচলার জন্য দোয়া ও শুভকামনা জানান। অনুষ্ঠানে বক্তারা বলেন, সাজনিন হাসান রাত্রির মতো শিক্ষিত ও সচেতন প্রজন্মই একদিন দেশের আইন ও বিচার ব্যবস্থায় গঠনমূলক ভূমিকা রাখবে। তারা আরও বলেন, তাঁর এই অর্জন সমাজের অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সাজনিন হাসান রাত্রির লক্ষ্য হচ্ছে একজন সৎ, ন্যায়পরায়ণ ও মানবিক আইনবিদ হিসেবে সমাজে অবদান রাখা। তিনি যেন আল্লাহর রহমত ও দিকনির্দেশনায় মানুষের পাশে দাঁড়াতে পারেন—এই কামনা করেছেন তিনি নিজেও। সবার কাছে দোয়া চেয়ে সাজনিন হাসান রাত্রি বলেন, “আমি চাই আমার অর্জিত জ্ঞান যেন সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগাতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তায়ালা আমাকে জ্ঞান, ন্যায়বিচার ও সফলতা দিয়ে ভূষিত করেন।”
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |