| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় মানবতা সামাজিক সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 08-08-2025 ইং
  • 15712 বার পঠিত
কুষ্টিয়ায় মানবতা সামাজিক সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় মানবতা সামাজিক সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

"বর্ষা মৌসুমে বেশি করে গাছ লাগান, পরিবেশ বাঁচান" — এই শ্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় মানবতা সামাজিক সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) পবিত্র জুম্মার দিন সকালে সদর উপজেলার লাহিনী দক্ষিণপাড়া (রেগুলেটর মোড়) এলাকায় অবস্থিত মাদ্রাসা-ই দারুল আশফাক, এতিমখানা ও লিল্লা বোর্ডিং প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয় এবং প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়। মানবতা সামাজিক সংগঠনের সভাপতি মো. আকাশ হোসেন মাসুম, সাধারণ সম্পাদক কৌশিক আহমেদ আরাফাত, উপদেষ্টা শহিদুল ইসলাম শহীদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল হাকিম এককা, সহকারি প্রচার সম্পাদক মোহাম্মদ মুন্না এবং সদস্য মো. আলম মন্ডল, মো. জহুর আলী সরদার, মো. রায়হান আহমেদসহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, মাদ্রাসায় সহযোগিতার জন্য বিত্তবানদের প্রতি আন্তরিক আহ্বান আমাদের সমাজের শিক্ষার আলো ছড়িয়ে দিতে মাদ্রাসাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দরিদ্র ও এতিম শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে আপনাদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। আসুন, আমরা সবাই এগিয়ে আসি—আপনাদের সহানুভূতি ও উদার দান এই শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তুলতে অমূল্য অবদান রাখবে। পাশাপাশি প্রকৃতির অনন্য দান গাছ, যা অক্সিজেনের কারখানা হিসেবে আশরাফুল মাখলুকাতের জন্য সর্বদা উপকারী। গাছ ফল ও সুগন্ধি ফুল দেয়, আর প্রকৃতির ভারসাম্য রক্ষায় সর্বদা অবদান রাখে। তিনি আরো বলেন এ ধরনের উদ্যোগ পরিবেশ রক্ষায় সহায়ক হবে এবং শিশুদের প্রকৃতির প্রতি ভালোবাসা জাগিয়ে তুলবে। সভাপতি মো. আকাশ হোসেন মাসুম বৃক্ষরোপণ সম্পর্কে বলেন গাছ লাগান, পরিবেশ বাঁচান" — এই স্লোগানটি সংক্ষিপ্ত হলেও অত্যন্ত অর্থবহ। এটি আমাদের মনে করিয়ে দেয় যে, বৃক্ষরোপণ শুধু প্রকৃতির সৌন্দর্য বাড়ায় না, বরং বায়ু পরিশোধন, জলবায়ু নিয়ন্ত্রণ, জীববৈচিত্র্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই পরিবেশ গঠনে অপরিহার্য ভূমিকা রাখে। গাছ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। শুধু পরিবেশ নয়, আগামী প্রজন্মের জন্যও একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে হলে এখনই বেশি করে গাছ লাগাতে হবে। প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ লাগায় এবং তার যত্ন নেয়, তাহলে আমাদের দেশ হবে আরও সুন্দর, সবুজ ও বাসযোগ্য।স্থানীয়রা জানান, মানবতা সামাজিক সংগঠনের এই উদ্যোগ পরিবেশ ও সমাজের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। 

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম