গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে চাঁদাবাজির বিরুদ্ধে ফেসবুক লাইভ করার কিছুক্ষণের মধ্যেই ‘প্রতিদিনের কাগজ’ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। একই দিনে পৃথক এক ঘটনায় আরেক সাংবাদিক আনোয়ার হোসেনকেও ইট দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, তুহিন ফুটপাতের ব্যবসা কেন্দ্রিক চাঁদাবাজির বিষয়ে ফেসবুক লাইভে সরাসরি কথা বলার কিছুক্ষণ পরই সন্ত্রাসীরা তাকে ঘিরে ধরে প্রকাশ্যে কুপিয়ে রক্তাক্ত করে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। এদিকে একই দিনে গাজীপুরেই সাংবাদিক আনোয়ারকে সন্ত্রাসীরা নির্মমভাবে মারধর করে। ইট দিয়ে মাথায় আঘাত করে তাকে গুরুতর জখম করা হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এই বর্বরোচিত দুটি ঘটনায় সাংবাদিক সমাজসহ দেশের সর্বস্তরে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। বিভিন্ন সাংবাদিক সংগঠন, মানবাধিকার সংগঠন এবং সচেতন মহল এই ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।সাংবাদিক নেতারা জানান, “একটি স্বাধীন রাষ্ট্রে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা এবং আরেকজনকে মারাত্মকভাবে জখম করে ফেলা গণমাধ্যমের জন্য বড় হুমকি। এসব ঘটনায় সরকারের নির্লিপ্ততা কিংবা দুর্বলতা পরিলক্ষিত হলে তা দেশের গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতার জন্য ভয়ানক বার্তা বহন করবে।”সামাজিক যোগাযোগমাধ্যমেও এ ঘটনার প্রতিবাদে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে 'কলম ডাউন' কর্মসূচি ঘোষণা করার আহ্বান জানিয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছে, জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে এবং দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |