কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচি ও মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকাল ১০টায় কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমামসহ অন্যান্য স্বাস্থ্য প্রশাসনিক কর্মকর্তা ও সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। উদ্বোধনী পর্ব শেষে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও প্রশাসনের প্রতিনিধিরা অংশ নেন। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, “জুলাই গণঅভ্যুত্থান দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আজকের এই রক্তদান ও চিকিৎসাসেবা কার্যক্রমের মাধ্যমে আমরা মানবিক মূল্যবোধকে তুলে ধরতে চাই। এ ধরণের কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।” রক্তদান কর্মসূচিতে অনেক তরুণ-তরুণী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পাশাপাশি মেডিকেল ক্যাম্পে রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা, পরামর্শ ও ওষুধ প্রদান করা হয়। প্রতিবছর জুলাই মাসের গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ গ্রহণ করে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |