কুষ্টিয়া প্রতিনিধি: মোঃ মুনজুরুল ইসলাম
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, কুষ্টিয়া ইউনিট-এর এডহক কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন পেয়েছে। সোমবার, ১৪ জুলাই তারিখে এই কমিটির অনুমোদন প্রদান করা হয়। নতুন গঠিত এডহক কমিটিতে রাজনীতিবিদ ও সমাজসেবক আখতারুজ্জামান কাজল মাজমাদার ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। এই খবরটি কুষ্টিয়া জেলার মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে। আখতারুজ্জামান কাজল মাজমাদার দীর্ঘদিন ধরে সমাজসেবা, মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় তার সক্রিয় ভূমিকা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা সর্বমহলে প্রশংসিত হয়েছে। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আখতারুজ্জামান কাজল মাজমাদারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। কুষ্টিয়াবাসী আশা করছেন, তার নেতৃত্বে রেডক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম আরও গতিশীল হবে এবং জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ আরও বেশি সেবা পাবে। এ প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় আখতারুজ্জামান কাজল মাজমাদার বলেন, "রেডক্রিসেন্ট একটি মানবিক প্ল্যাটফর্ম। এই দায়িত্ব পেয়ে আমি সম্মানিত বোধ করছি। আমি চেষ্টা করবো মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়াতে এবং রেডক্রিসেন্টের আদর্শ বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করতে।" আল্লাহ্ তায়ালার কাছে প্রার্থনা করা হয়েছে যেন তিনি আখতারুজ্জামান কাজল মাজমাদারকে সুস্থ রাখেন এবং এই মহান দায়িত্ব পালনে শক্তি দান করেন। তাঁর নেতৃত্বে কুষ্টিয়া ইউনিট যেন মানুষের সহায়তার প্রতীক হয়ে উঠতে পারে—এই আশাই সকলের।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |