| বঙ্গাব্দ
ad728
ad728

মেহেরপুরে এনসিপির পদযাত্রা ও পথসভা: "মুজিববাদী সংবিধান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে নস্যাৎ করেছে" — নাহিদ ইসলাম

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 08-07-2025 ইং
  • 30777 বার পঠিত
মেহেরপুরে এনসিপির পদযাত্রা ও পথসভা: "মুজিববাদী সংবিধান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে নস্যাৎ করেছে" — নাহিদ ইসলাম
ছবির ক্যাপশন: মেহেরপুরে এনসিপির পদযাত্রা ও পথসভা: "মুজিববাদী সংবিধান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে নস্যাৎ করেছে" — নাহিদ ইসলাম

মেহেরপুর প্রতিনিধি: হীরক খান

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, "মুজিববাদী সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে নস্যাৎ করে দেওয়া হয়েছিলো।" তিনি বলেন, "আমরা ১৯৭১ সালে এই মেহেরপুর থেকেই স্বাধীন বাংলাদেশের ঘোষণাপত্র পাঠ করেছিলাম। স্বাধীনতার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করলেও বাংলাদেশ রাষ্ট্রের কাঙ্ক্ষিত রূপ বিনির্মাণ হয়নি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আমরা গড়ে তুলতে পারিনি। "তিনি আরও বলেন, "বাংলাদেশের ৫৪ বছরেও আমরা সেই সমস্যার সমাধান করতে পারিনি। তবে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছি। এই নতুন শাসনব্যবস্থার মাধ্যমেই বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে হবে।"মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় মেহেরপুর শহরের কলেজ মোড়ে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা শেষে অনুষ্ঠিত এক পথসভায় এসব কথা বলেন তিনি। এর আগে শহরের কমিউনিটি সেন্টার থেকে এনসিপির আহবায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি পদযাত্রা বের হয়। পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারা, যুগ্ম মুখ্য সমন্বয়ক শাকিল আহমেদ ও সদস্য সেহেল রানা। সভায় বক্তারা বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠনের আহ্বান জানান এবং জনগণকে গণতান্ত্রিক আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম