কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ার খোকসা উপজেলার সাতপাখিয়া গ্রামে আলোচিত আলী প্রামানিক হত্যা মামলার প্রধান আসামি মো. সোনাই শেখ (৩৫)–কে রাজধানী ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (৭ জুলাই) রাতে ডিএমপি ঢাকার মিরপুর-১৪ এর হাউজিং স্টাফ কোয়াটার্স এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।র্যাব-১২, সিপিসি-১ ও র্যাব-৪, সিপিসি-২ এর যৌথ আভিযানিক দল এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সমন্বিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঢাকার কাফরুল থানায় হস্তান্তর করা হয়। র্যাব জানায়, গত ২৩ জুন ২০২৫ খ্রিষ্টাব্দ বিকেল ৫টার দিকে কুষ্টিয়ার খোকসা থানার অন্তর্গত সাতপাখিয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয় আলী প্রামানিক (৫৫)-এর ওপর। এতে তিনি গুরুতর জখম হন এবং ২৪ জুন ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহতের পরিবার ২৫ জুন খোকসা থানায় হত্যা মামলা দায়ের করে (মামলা নম্বর-১১/২০২৫)। মামলায় বাংলাদেশ দণ্ডবিধি এর ১৪৩/৪৪৭/৩২৩/৩০২/৩০৭/৩৫৪/৫০৬/১১৪/৩৪ ধারায় অভিযোগ আনা হয়। র্যাব সূত্র জানায়, অভিযুক্ত মো. সোনাই শেখ পলাতক ছিলেন এবং তাকে ধরতে ধারাবাহিক গোয়েন্দা নজরদারি চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়। র্যাব আরও জানিয়েছে, সংস্থাটি প্রতিষ্ঠার পর থেকেই দেশব্যাপী জঙ্গি, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, অপহরণকারীসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামিদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। আলী প্রামানিক হত্যা মামলায় প্রধান আসামির গ্রেফতার হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |