কুষ্টিয়া প্রতিনিধি: মোঃ মুনজুরুল ইসলাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন কুষ্টিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। সোমবার (০৪ আগস্ট) কুষ্টিয়া প্রেসক্লাব ভবনে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এম জুবায়েদ রিপন, যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান কুমার, সহ-সভাপতি নুরুনবী বাবু, সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলুসহ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও সদস্যবৃন্দ। মতবিনিময় সভায় অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, "দেশ আজ ভয়াবহ রাজনৈতিক সংকটে আছে। একদলীয় শাসন ব্যবস্থা জনগণের কণ্ঠরোধ করে দিয়েছে। গনতন্ত্র, বাকস্বাধীনতা ও সুষ্ঠু নির্বাচনের জন্য সাংবাদিক সমাজকে এগিয়ে আসতে হবে।" তিনি আরও বলেন, “কুষ্টিয়ার মানুষ বিএনপির সঙ্গে আছে, জনগণের আন্দোলনেই এ সরকার পতনের পথ তৈরি হবে।”তিনি কুষ্টিয়ার সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সাহসিকতা ও নিরপেক্ষতার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান।সভা শেষে প্রেসক্লাব নেতৃবৃন্দ অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |