| বঙ্গাব্দ
ad728
ad728

ঈদের আগেই নিভে গেল তরুণ এক প্রাণ – নাচ-গানের ভালোবাসায় শেষ হলো সাহসের জীবন!

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 07-06-2025 ইং
  • 67656 বার পঠিত
ঈদের আগেই নিভে গেল তরুণ এক প্রাণ – নাচ-গানের ভালোবাসায় শেষ হলো সাহসের জীবন!
ছবির ক্যাপশন: ঈদের আগেই নিভে গেল তরুণ এক প্রাণ – নাচ-গানের ভালোবাসায় শেষ হলো সাহসের জীবন!

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর জিলাপিতলা সংলগ্ন এলাকা থেকে আজ সকালে এক যুবকের নিথর দেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের নাম মোঃ সাহস হোসেন (২৬), বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার কমলাপুর মিত্রাপাড়া গ্রামে। তিনি স্থানীয় মোঃ রেজাউল ওরফে ভুট্টোর বড় ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সাহস ছিলেন ভিন্ন ধাঁচের একজন মানুষ। পুরুষ হয়েও তার ভিতরকার অনুভূতিগুলো ছিল অনেকটাই নরম ও সংবেদনশীল। নাচ-গানের প্রতি ছিল অদ্ভুত এক ভালোবাসা। নিজেকে প্রকাশ করতে কখনও সংকোচ বোধ করতেন না। নানা সামাজিক অনুষ্ঠানে কিংবা বিয়ের দাওয়াতে তিনি আনন্দ ছড়াতেন নিজের নাচ দিয়ে। সাহসের পরিবার জানায়, ৫ জুন সন্ধ্যায় কে বা কারা মোবাইলে ফোন করে তাকে বাইরে ডেকে নেয়। এরপর সারারাতেও তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় রাত কাটান। পরদিন সকালে হাইওয়ে পুলিশ কুমারখালীর জিলাপিতলা এলাকায় তার দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাইওয়ে থানার এসআই জয় দেব কুমার জানান: হাইওয়ে ডিউটিরত অবস্থায় আমরা সাহসকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। সাথে সাথে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়া হয়, কিন্তু দুর্ভাগ্যবশত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আমরা নিয়ম অনুযায়ী সুরতহাল রিপোর্ট প্রস্তুত করি এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।"এই মৃত্যুর পেছনে রয়েছে এক অজানা রহস্য। কে বা কারা, কেন তাকে ফোন করে ডেকে নিয়ে গেল, আর কি এমন ঘটলো যে প্রান হারাতে হলো সাহসের মতো হাসিখুশি একটি তরুণ প্রাণকে — এসব প্রশ্নের উত্তর খুঁজছে পরিবারসহ স্থানীয়রা। মা-বিহীন ঈদ, আর হবে না কখনো সাহসের নাচে আনন্দে মাতোয়ারা হওয়া

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম