| বঙ্গাব্দ
ad728
ad728

খোকসায় ৩ জন জুলাই যোদ্ধা সরকারি চেক ও ভাতা থেকে বঞ্চিত

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 29-08-2025 ইং
  • 519 বার পঠিত
খোকসায় ৩ জন জুলাই যোদ্ধা সরকারি চেক ও ভাতা থেকে বঞ্চিত
ছবির ক্যাপশন: খোকসায় ৩ জন জুলাই যোদ্ধা সরকারি চেক ও ভাতা থেকে বঞ্চিত

 কুষ্টিয়া প্রতিনিধি: মোঃ মুনজুরুল ইসলাম

কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার তিনজন জুলাই যোদ্ধা সরকারি চেক ও ভাতার অর্থ আসলেও তা পাচ্ছেন না। ভুক্তভোগীদের অভিযোগ—স্বাধীনতা যুদ্ধকালীন সব ধরনের তথ্য-প্রমাণ ও সরকারি গেজেটভুক্ত হওয়া সত্ত্বেও কুচক্রী মহলের প্রতারণার কারণে তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। ভুক্তভোগীরা হলেন মো. রুবেল হোসেন (২৭), পিতা মৃত ছিয়াম উদ্দিন প্রামানিক, গ্রাম মালিকগ্রাম, পোস্ট জানিপুর, খোকসা, কুষ্টিয়া। তিনি মুক্তিযুদ্ধে মাথা ও পায়ে গুলিবিদ্ধ হন। সরকারি গেজেট নং-৩৯৭। মো. সুজন হোসেন (২৫), পিতা মো. মজিবর রহমান, গ্রাম কমলাপুর, পোস্ট জানিপুর, খোকসা, কুষ্টিয়া। মুক্তিযুদ্ধে তাঁর পিঠে গুলি লাগে এবং শরীরের বিভিন্ন অঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। সরকারি গেজেট নং-১৭০।আশিক হোসেন (৩৫), পিতা মৃত রুস্তম আলী, গ্রাম থানাপাড়া, পোস্ট জানিপুর, খোকসা, কুষ্টিয়া। তিনি মুক্তিযুদ্ধে পা ও নাকে গুলিবিদ্ধ হন। সরকারি গেজেট নং-৩৯৫। ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, তাদের নামে নিয়মিত ভাতার অর্থ এলেও একটি প্রভাবশালী মহল প্রতারণার ফাঁদে ফেলে চেক ও ভাতার অর্থ প্রদান করছেনা। ফলে তারা সরকারের ঘোষিত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এ প্রসঙ্গে স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার জন্য জীবন বাজি রাখা এই জুলাই যোদ্ধারা আজ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। বিষয়টি সরকার ও সংশ্লিষ্ট দপ্তরগুলো দ্রুত খতিয়ে দেখে প্রকৃত যোদ্ধাদের হাতে ভাতা ও চেক পৌঁছে দেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম