কুষ্টিয়া প্রতিনিধি: মোঃ মুনজুরুল ইসলাম
“জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই—বৃত্তিতে হয় মেধা যাচাই, ধনী গরীব বৈষম্য নয়, তাই সাম্য” এই শ্লোগানকে সামনে রেখে প্রাথমিক বৃত্তি পরীক্ষা–২০২৫ এ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করার দাবিতে কুষ্টিয়া জেলা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) বেলা ১১টায় শহরের কালেক্টরেট চত্বরের সামনে কুষ্টিয়া কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয় ঐক্য পরিষদের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক–শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। অথচ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাখো শিক্ষার্থীকে প্রাথমিক বৃত্তি পরীক্ষার বাইরে রেখে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। তাঁরা দাবি জানান—সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি সমপর্যায়ের সব শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত করতে হবে।বক্তারা আরও বলেন, এই বৈষম্য শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মনোবল নষ্ট করছে। দেশের শিক্ষাক্ষেত্রে সমতা ও ন্যায্যতা প্রতিষ্ঠার স্বার্থে এ দাবিকে অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |