| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 14-08-2025 ইং
  • 16188 বার পঠিত
কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি: মোঃ মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ৪ হাজার ৩৭৫ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী সনিকে আটক করা হয়েছে। আটককৃত সনি (৩৭) পাবনা জেলার কুলনিয়া গ্ৰামের আব্দুল সাত্তার এর ছেলে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১২টা ৫ মিনিটে সদর থানাধীন এনএস রোড ও এসবিপি রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, পিপিএম এর নেতৃত্বে একটি চৌকস দল মাদক বিরোধী এই অভিযান চালায়। এ সময় গ্রেফতার হওয়া ব্যক্তির কাছ থেকে ৪,৩৭৫ পিস ইয়াবা, যার আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ১২ হাজার ৫০০ টাকা, ২টি মোবাইল ফোন, ৩টি সিম কার্ড এবং নগদ ১০ হাজার ১২০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃতের নাম মো. সনি (৩৭), পিতা মো. আব্দুস সাত্তার, মাতা মোছা. নাছিমা খাতুন। তিনি পাবনা জেলার পাবনা সদর উপজেলার কুলনিয়া গ্রামের বাসিন্দা। র‍্যাব-১২ জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধ দমনে র‍্যাব অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতকে কুষ্টিয়া সদর থানায় হস্তান্তর করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম