| বঙ্গাব্দ
ad728
ad728

বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে মিরপুরে বিএনপির বিজয় শোভাযাত্রা ও গণজমায়েত অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 04-08-2025 ইং
  • 19799 বার পঠিত
বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে মিরপুরে বিএনপির বিজয় শোভাযাত্রা ও গণজমায়েত অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে মিরপুরে বিএনপির বিজয় শোভাযাত্রা ও গণজমায়েত অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

জুলাই-আগস্ট ২০২৪ : গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতনে বিজয়ের বর্ষপূর্তি’ স্মরণে কুষ্টিয়া জেলা বিএনপির অন্তর্গত মিরপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা ও গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ আগস্ট) দুপুরে মিরপুর পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এই বিজয় র‍্যালি শহরের কেন্দ্রীয় এলাকায় এসে এক গণজমায়েতে রূপ নেয়। এতে অংশগ্রহণ করেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। গণজমায়েতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ। আরো উপস্থিত ছিলেন মিরপুর পৌর বিএনপির আহ্বায়ক আবদুর রশীদ। সদস্যসচিব আজাদুর রহমান, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইব্রাহীম আলী, যুগ্ম আহ্বায়ক সাইদুল হক, হাফিজুর রহমান, আলতাব হোসেন, সফর গণি, রুহুল মণ্ডল, আনিছুজ্জামান নয়ন প্রমখ। কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন: "আজ আমরা আওয়ামী ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উপলক্ষে একত্রিত হয়েছি—এটি শুধুমাত্র একটি তারিখ নয়, এটি প্রতিরোধ, ত্যাগ আর গণআন্দোলনের প্রতিচ্ছবি। আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে দেশের মানুষ যেভাবে রুখে দাঁড়িয়েছে, সেটি বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। এই দিনে আমি কুষ্টিয়ার প্রতিটি গণতন্ত্রকামী মানুষকে সালাম জানাই। শহীদদের আত্মত্যাগ ও ত্যাগী নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলতে চাই—আমাদের সংগ্রাম এখনও শেষ হয়নি। এই বিজয়ের চেতনায় উজ্জীবিত হয়ে আগামী দিনে একটি জনগণের সরকার প্রতিষ্ঠায় আমরা আরও ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাব। ইনশাআল্লাহ, বিজয় আবারও আসবে—এইবার পূর্ণতা নিয়ে।" তিনি আরো বলেন,"গণমানুষের অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারকে বিদায় জানানো হয়েছে। বিএনপি জনগণের দল, এই বিজয় হলো জনগণের বিজয়।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম