কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ার কুমারখালি উপজেলার বাগুলাট ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিকেল ৪টায় বাশগ্রাম ইউনাইটেড বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন কুমারখালি উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম আনছার প্রামানিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য আব্দুল মঈদ বাবুল। উদ্বোধক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা বিএনপির সদস্য ও কুষ্টিয়া জেলা কৃষক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমারখালি উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট জাকারিয়া মিলন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুন, কাজী মোমিনুল হক পলাশ, শাজাহান আলী মোল্লা, কুমারখালি পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মাকছেদুল মোমিন, উপজেলা বিএনপির সদস্য আব্দুল হান্নান, রওশন জোয়ার্দার, হাসান জহির মুরাদ, আব্দুল জলিল কিশোর, যুবদলের সদস্য সচিব কুদরত-ই-নূর, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসানুজ্জামান হাসান এবং সদস্য সচিব রফিকুল ইসলাম রফিকসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সম্মেলনের শেষপর্যায়ে বাগুলাট ইউনিয়ন বিএনপির নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। সাইদুল ইসলামকে সভাপতি ও আসাদুজ্জামানকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হলে উপস্থিত নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাদের বরণ করে নেন।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |