কুষ্টিয়া প্রতিনিধি: মোঃ মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ায় বিএনপি কর্মী কুদরত আলী হত্যা মামলায় জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাতকে গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানো হয়েছে। সোমবার (২৮ জুলাই) কারাগার থেকে তাঁকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাঁকে গ্রেপ্তার দেখিয়ে পুনরায় কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে, গত বছরের ২৬ ডিসেম্বর আরেক বিএনপি কর্মী সুজন মালিথা হত্যা মামলায় আত্মসমর্পণ করেন এসপি তানভীর আরাফাত। সেই থেকে তিনি কুষ্টিয়া জেলা কারাগারে আটক রয়েছেন। তাঁর গ্রামের বাড়ি খুলনার খালিশপুরে। জানা গেছে, ২০২০ সালের ২৩ জুলাই দিবাগত রাত ২টার দিকে দৌলতপুর উপজেলার মুন্সিগঞ্জ এলাকার নিজ বাড়ি থেকে বিএনপি কর্মী কুদরত আলীকে অপহরণ করা হয়। এরপর ২৫ জুলাই ভোরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে তাঁর গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। তাঁর বুকে দুটি গুলির চিহ্ন ছাড়াও হাত, পিঠ, মুখ ও পায়ে আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় নিহত কুদরত আলীর ছেলে ফেরদৌস আলী বাদী হয়ে ২০২০ সালের ২ অক্টোবর দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় এসপি তানভীর আরাফাত ছাড়াও দৌলতপুর থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) নিশিকান্ত সরকার, উপপরিদর্শক রোকনুজ্জামান, মেহেদী হাসান, শাহজাহান, আনিচুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা–কর্মীকে আসামি করা হয়। মামলার এজাহারে বলা হয়েছে, নিহত কুদরত আলী ছিলেন বিএনপির সক্রিয় ও জনপ্রিয় কর্মী। তাঁর জনপ্রিয়তা ও রাজনৈতিক ভূমিকার কারণে স্থানীয় আওয়ামী লীগ ও পুলিশের কিছু সদস্য তাঁকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় জড়িয়ে হত্যা করে। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ জানান, “দৌলতপুর থানায় হওয়া একটি হত্যা মামলায় এসপি তানভীর আরাফাতকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছিল। আজ শুনানির পর আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন।”
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |