| বঙ্গাব্দ
ad728
ad728

জুলাই অভ্যুত্থান শুধু ক্ষমতার জন্য নয়, দেশগঠনের অঙ্গীকার — কুষ্টিয়া থেকে এনসিপির অষ্টম পদযাত্রা শুরু

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 08-07-2025 ইং
  • 28773 বার পঠিত
জুলাই অভ্যুত্থান শুধু ক্ষমতার জন্য নয়, দেশগঠনের অঙ্গীকার — কুষ্টিয়া থেকে এনসিপির অষ্টম পদযাত্রা শুরু
ছবির ক্যাপশন: জুলাই অভ্যুত্থান শুধু ক্ষমতার জন্য নয়, দেশগঠনের অঙ্গীকার — কুষ্টিয়া থেকে এনসিপির অষ্টম পদযাত্রা শুরু

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

দেশ গঠনের প্রত্যয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর অষ্টম তথা জুলাই পদযাত্রা মঙ্গলবার (৮ জুলাই) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কুষ্টিয়া থেকে। কুষ্টিয়ার গর্বিত সন্তান শহীদ আবরার ফাহাদ-এর কবর জিয়ারতের মাধ্যমে এই পদযাত্রার সূচনা করেন এনসিপি কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ শারজিত আবদুল্লাহ ও দক্ষিণাঞ্চলের শীর্ষ নেতারা।পদযাত্রার শুরুতেই শহীদ আবরারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ। এরপর তারা কুষ্টিয়ার প্রাণকেন্দ্র পাঁচ রাস্তার মোড় (এনএস রোড)-এ অবস্থান নেন এবং পথচারী, দোকানদার, তরুণ সমাজসহ সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। নেতারা জুলাই অভ্যুত্থানের উদ্দেশ্য, প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ পরিকল্পনা  বিস্তারিতভাবে তুলে ধরেন সাধারণ মানুষের কাছে। তাদের দাবি, “এই পদযাত্রা শুধুমাত্র ক্ষমতার পালাবদলের আন্দোলন নয়, বরং একটি চেতনার বিপ্লব। দেশের কাঠামোগত পরিবর্তন এবং নতুনভাবে রাষ্ট্র গঠনের জন্য এই আন্দোলন।” এ সময় তারা সাধারণ মানুষের দুঃখ-কষ্ট, দুর্দশা ও সমস্যার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং আশ্বাস দেন—এনসিপি নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে। একটি সত্যিকারের গণতান্ত্রিক, স্বনির্ভর ও মর্যাদাসম্পন্ন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য।এনসিপি নেতারা জানান, এই পদযাত্রা একে একে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় ছড়িয়ে পড়বে। দেশের মানুষের মধ্যে চেতনার পুনর্জাগরণ ঘটানোই এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। অনুষ্ঠানটিকে ঘিরে কুষ্টিয়ার রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় বইছে। অনেকে একে একটি নতুন ধারার রাজনৈতিক সচেতনতা আন্দোলন হিসেবে দেখছেন, যা আগামী দিনে দেশের রাজনীতিতে ভিন্ন মাত্রা যোগ করতে পারে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম