কুষ্টিয়া প্রতিনিধি:
দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র দ্বি-বার্ষিক (২০২৫-২০২৭) নির্বাচনে বি-গ্রুপ থেকে পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন কুষ্টিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক পারভেজ মাজমাদার।
তিনি দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক, খুলনা বিভাগীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিনের ব্যবসায়িক অভিজ্ঞতা ও সক্রিয় নেতৃত্বের কারণে কুষ্টিয়ার ব্যবসায়ী মহলে তার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা রয়েছে। এবারের নির্বাচনে বি-গ্রুপ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন,
চেম্বারের সহ-সভাপতি আলহাজ শাকিল আহমেদ জালাল, পরিচালক কাজী রফিকুল ইসলাম, পরিচালক মোহাম্মদ রুহুল আমিন, পরিচালক রফিকুল ইসলাম ও আবু মনি জুবায়েদ রিপনকে ব্যবসায়ী সমাজ এই নির্বাচিত হওয়াকে স্বাগত জানিয়েছেন।
এ প্রসঙ্গে পারভেজ মাজমাদার বলেন, “কুষ্টিয়ার ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও উন্নয়নে আমি সবসময় কাজ করে এসেছি। আগামী দিনে চেম্বারের কার্যক্রমকে আরও গতিশীল ও স্বচ্ছ করতে চাই। ব্যবসায়ীদের জন্য সহজ পরিবেশ নিশ্চিত করা এবং তরুণ উদ্যোক্তাদের পাশে দাঁড়ানো হবে আমার মূল লক্ষ্য।”
কুষ্টিয়ার ব্যবসায়ী সমাজ, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাদের সুস্থতা, দীর্ঘায়ু এবং সফল কর্মময় ভবিষ্যৎ কামনা করেছেন।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |