| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ার মিরপুরে ভিডব্লিউবি কার্ড ও চাউল বিতরণের উদ্বোধন

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 20-08-2025 ইং
  • 13820 বার পঠিত
কুষ্টিয়ার মিরপুরে ভিডব্লিউবি কার্ড ও চাউল বিতরণের উদ্বোধন
ছবির ক্যাপশন: কুষ্টিয়ার মিরপুরে ভিডব্লিউবি কার্ড ও চাউল বিতরণের উদ্বোধন

কুষ্টিয়া প্রতিনিধি : মোঃ মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়ন পরিষদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ভিডব্লিউবি কার্ড ও চাউল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে সদরপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ১২৫ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে এ কার্ড ও চাউল বিতরণের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলার নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার। এ সময় সভাপতিত্ব করেন সদরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আশরাফুল হক। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা ও ট্যাগ অফিসার নাঈম রেজা, সদরপুর ইউপি’র প্যানেল চেয়ারম্যান আশরাফুল হক আশা, ৭ নং ওয়ার্ড সদস্য তুহিনুল ইসলাম মানিক, ১ নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ লিলটন, ২ নং ওয়ার্ড সদস্য আসমত আলী, ৪ নং ওয়ার্ড সদস্য এনামুল হকসহ ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এই উদ্যোগ অসহায় মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর জন্য এ কর্মসূচি হবে আশীর্বাদস্বরূপ। অনুষ্ঠান শেষে শত শত সাধারণ মানুষ উপস্থিত থেকে এ কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং সরকারের এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। মিরপুর উপজেলার নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম বলেন, এই সরকার দরিদ্র ও অসহায় মানুষের পাশে আছেন এবং সর্বদা থাকবেন। সমাজের প্রত্যেক প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটাতে সরকার কাজ করে যাচ্ছে। কোনো অসহায় মানুষ যেন অভুক্ত না থাকে, এজন্য সরকার ভিডব্লিউবি কার্ডের মাধ্যমে নারীদের হাতে সরাসরি সহায়তা পৌঁছে দিচ্ছে। তিনি আরও বলেন, “সততা ও স্বচ্ছতার সাথে এ কার্যক্রম পরিচালনা করতে হবে। কার্ড বিতরণে যেন কোনো অনিয়ম বা দুর্নীতি না হয়, সেদিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্টদের খেয়াল রাখতে হবে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার বলেন দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকারের এই উদ্যোগের প্রশংসা করেন। দরিদ্র ও অসহায় মানুষের জন্য সরকার সর্বদা কাজ করে যাচ্ছে। ভিডব্লিউবি কার্ডধারী নারীরা নিয়মিত এই চাল পেয়ে উপকৃত হবেন। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো উচিত।”


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম