কুষ্টিয়া প্রতিনিধি: মোঃ মুনজুরুল ইসলাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৪ আগস্ট ২০২৫) কয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করা হয়।সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন কুষ্টিয়া জেলা বিএনপির সম্মানিত সদস্য আব্দুল মঈদ বাবুল। তিনি প্রধান অতিথি হিসেবেও বক্তব্য রাখেন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য আবু তালেব। অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন খন্দকার মোস্তাফিজুর রহমান তুহিন, যুগ্ম আহ্বায়ক, কুমারখালী উপজেলা বিএনপি; কে এম আলম টমে, সিনিয়র নেতা ও সাবেক সভাপতি, কুমারখালী পৌর বিএনপি; মোঃ মামুনুর রশিদ মামুন, আহ্বায়ক, কুমারখালী উপজেলা বিএনপি; কাজী মমিনুল হক পলাশ, মোঃ আলতাফ হোসেন এবং মোঃ শাহজাহান আলী মোল্লা। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডাঃ মোঃ আব্দুল হান্নান সামি, হাসান জহির মুরাদ, আব্দুল জলিল কিশোর, মোঃ রওশন জোয়াদ্দার ও তিলাম উদ্দিন প্রমুখ। সম্মেলনে সভাপতিত্ব করেন কয়া ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা আলহাজ্ব নূরুল ইসলাম আনছার প্রামানিক এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন কয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ লুৎফর রহমান। সম্মেলনের শেষ পর্যায়ে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে ইমরান হোসেন ইউনুস ও সাধারণ সম্পাদক হিসেবে মোঃ এনামুল হক মালিথা নির্বাচিত হন। বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে বিএনপিকে তৃণমূলে আরও সংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে চলমান গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |